প্রতিনিধি 4 March 2025 , 1:48:30 প্রিন্ট সংস্করণ
রমজানের উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলায় ন্যায্যমূল্যের বাজার উদ্বোধন করা হয়েছে । গতকাল সোমবার সকালে সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বালুর মাঠে এই বাজার চালু করা হয়েছে। রমজানজুড়ে সকাল ৭ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এই বাজার চলবে বলে জানা গেছে। বাজার উদ্বোধন করেন সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা । এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, সরকারি পল্লবী উন্নয়ন কর্মকর্তা সোহরাব আলী , জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ উপজেলার শাখা সাধারণ সম্পাদক প্রভাত কুমার সাহা প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন রমজানকে কেন্দ্র করে এই ন্যায্যমূল্যের বাজারের আয়োজন করা হয়েছে। যার ফলে সাধারণ জনগণ কম দামে তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারবেন। সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
মোঃ আসাদ আলী খান
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি