অন্যান্য

কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় শ্রমিক লীগ নেতা গ্রেফতার

  প্রতিনিধি 5 March 2025 , 11:03:44 প্রিন্ট সংস্করণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

 

কুড়িগ্রামের চিলমারীতে অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার ওপর হামলাকারী ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর আসাদুজ্জামান মাসুদকে (৪৬) গ্রেফতার করেছে চিলমারী মডেল থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- জাতীয় শ্রমিক লীগ চিলমারী উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও পশ্চিম খরখরিয়া এলাকার মোঃ খয়বর হোসেনের ছেলে।

 

পুলিশ জানিয়েছে, দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারীতেও এ অভিযান অব্যাহত রয়েছে। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান বলেন, বিশেষ অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাত ১টার সময় তাকে নিজ বাড়ি তেকে গ্রেফতার করা হয়। তাকে বিধি মোতাবেক আদালতে পাঠান হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ