অন্যান্য

হোমনায় বিরল ঘটনা: ছয় পা নিয়ে জন্ম নিলো গরুর বাছুর!

  প্রতিনিধি 5 March 2025 , 1:42:17 প্রিন্ট সংস্করণ

 

মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি

কুমিল্লার হোমনা উপজেলার জগন্নাতকান্দি গ্রামে এক বিরল ঘটনা ঘটেছে। কৃষক মো. আক্তার হোসেন (৫৫) এর গাভী একটি ছয় পা বিশিষ্ট বাছুর জন্ম দিয়েছে। আশ্চর্যের বিষয় হলো, জন্মের পর থেকেই বাছুরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে।

 

এমন বিরল দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন আশপাশের এলাকার মানুষ। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউবা ভিডিও করছেন। কৃষক আক্তার হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে গরু লালন-পালন করলেও আগে কখনো এমন ঘটনা দেখেননি। বর্তমানে তার খামারে ছয়টি গরু রয়েছে, তবে ছয় পা বিশিষ্ট বাছুরটির জন্ম সত্যিই অবাক করার মতো।

 

প্রাণী বিশেষজ্ঞদের মতে, এটি জিনগত পরিবর্তন বা জন্মগত বিকৃতির ফল হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাছুরটি সুস্থ ও স্বাভাবিক আচরণ করছে।

 

স্থানীয়রা মনে করছেন, এটি আল্লাহর কুদরত ও এক বিশেষ আশ্চর্য।

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ