অন্যান্য

মনিরামপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত ১০

  প্রতিনিধি 8 March 2025 , 12:07:32 প্রিন্ট সংস্করণ

মনিরামপুর (যশোর)প্রতিনিধি
যশোর-চুকনগর মেইন সড়কের মনিরামপুর বাঁধাঘাটা ব্রীজ সংলগ্ন সড়কে একটি যাত্রীবাহী বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ১০জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতরা হলেন মুরগী ফার্মের পিকআপে থাকা কুড়িগ্রাম জেলার রাজাপুর উপজেলার গাধুরা গ্রামের ড্রাইভার আকাশ হোসেন (২৯), রাসেল হোসেন (২৮), কাউয়ুম হোসেন (২০) ও বাসযাত্রী রানীনগর গ্রামের আব্দুর সাত্তার (২৮), ফুলবাড়িয়া গ্রামের আব্দুর রউব (৪০), গোবিন্দপুর গ্রামের শফিকুল ইসলাম ওরফে কেষ্ট (৩২), লাউড়ী গ্রামের রাশিদা বেগম (৪৫), বাঙ্গালীপুর গ্রামের তাজাম্মুল হোসেন (৫৫) ও ঝিকরডাঙ্গা গ্রামের জয়ান্তী বিশ^াস। এদের মধ্যে পিকআপে থাকা ড্রাইভার আকাশ, হেলপার কাউয়ুম হোসেন ও রাসেল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাজাম্মুল ও জয়ান্তী মনিরামপুর হাসপাতালে ভর্তি রয়েছে। বাকীরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন বলে জানিয়েছেন মনিরামপুর হাসপাতালের দায়িত্বরত ডাক্তার হুয়ায়ুন রশিদ ও আলেক উদ্দিন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ