প্রতিনিধি 8 March 2025 , 5:39:27 প্রিন্ট সংস্করণ
নওয়াব আলী
মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে ভিকটিমের মা আয়েশা আক্তার বাদী হয়ে ৪ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
এ মামলায় ঐ পরিবারের চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার কৃতরা হলো তার বোনের শ্বশুর হিটু শেখ,শাশুড়ি জাহেদা বেগম, বোনের স্বামী সজীব শেখ ও তার ভাই রাতুল।
ধর্ষিতা শিশুটি এখনো ঢাকা মেডিকেলের লাইভ সাপোর্টে আছে।এখনো তার জ্ঞান ফেরেনি।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন এখনো সংকা কাটেনি।
উল্লেখ্য মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছরের সেই শিশুর। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুক্রবারে রাতে তাকে নেয়া হয়েছে লাইফ সাপোর্টে । এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ পরিবারের । তাকে প্রথমে মাগুরা ২৫০ বিশিষ্ট হসপিটালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ ঘুরে ঢাকায় আনা হয়।