অন্যান্য

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

  প্রতিনিধি 9 March 2025 , 9:40:34 প্রিন্ট সংস্করণ

প্রতিবেদক সজীব সারোয়ার

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিক্ষোভ মিছিল করেছেন। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া যৌন সহিংসতা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

 

আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান ফটকসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে ” তুমি কে আমি কে আছিয়া আছিয়া”, “ধর্ষকের শাস্তি প্রকাশ্যে ফাঁসি “, We want Justice “—এমন নানা স্লোগান দেন।

 

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সমাজকর্ম বিভাগের শিক্ষক আল মামুন সরকার বলেন, “ধর্ষণ একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। বারবার ধর্ষণের ঘটনা ঘটলেও যথাযথ শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা সাহস পাচ্ছে। স্বরাষ্ট উপদেষ্টাকে আমরা বলতে চাই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চত করুন না হয় পদত্যাগ করুন।

 

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেন। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত বিচার কার্যকর করে ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়। শিক্ষার্থীরা জানান, যতদিন না ধর্ষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, ততদিন তাদের আন্দোলন চলবে।

 

 

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ