অন্যান্য

বান্দরবানে ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  প্রতিনিধি 9 March 2025 , 2:02:38 প্রিন্ট সংস্করণ

রিটন কুমার নাথ

বিশেষ প্রতিনিধি বান্দরবান 
 আজ রোববার ৯ই মার্চ বান্দরবানের সংঘবদ্ধ ধর্ষণের  ঘটনায় চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেবুন্নাহার আয়শা।   এবং সাজার সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।  আদালত সূত্রে জানা যায় মোহাম্মদ রাশেদের সঙ্গে মোবাইলে পরিচয় হয় মামলার বাদী ঐ কিশোরীর সাথে। পরিচয় হওয়ার পর প্রতিদিন কথা হতো ওই কিশোরীর সাথে। এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে ২০২১ সালের ২ ফেব্রুয়ারি রাতে রাশেদ ফোনে ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে পদুয়া এলাকায় আসতে বলে। এবং রাশেদের কথা বিশ্বাস করে ওই কিশোরী পরদিন রাশেদের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এবং আমিরাবাদ পৌঁছালে মোবাইলে রাশেদ ওমর ফারুকের সঙ্গে পদুয়াতে আসতে বলে। এবং সেখানে রাশেদের সাথে দেখা হলে রাশেদ কাজীর বাড়িতে যাওয়ার কথা বলে বান্দরবানের ভাগ্যকুল এলাকায় নিয়ে এসে ঐ কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণ করে সাজাপ্রাপ্ত আসামীরা। এ সময় ওই কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে। এবং মোঃ রাশেদ, মোঃ কায়সার, ও ওমর ফারুককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ভুক্তভোগী  সদর থানায় একটি মামলা করেন ওই সময়। সাজা প্রাপ্ত আসামিরা হলেন মোহাম্মদ রাশেদ (২৩),ওমর ফারুক(১৮), মোহাম্মদ কাওসার (২২) ও মোহাম্মদ হানিফ (২৪ )। তারা সবাই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সাজা প্রাপ্ত আসামিদের মধ্যে কায়সার কারাগারে থাকলেও অন্যরা  এখনো পলাতক রয়েছেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ