অন্যান্য

হালুয়াঘাটে ৩০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় জিরা ও সাবান জব্দ

  প্রতিনিধি 10 March 2025 , 7:22:00 প্রিন্ট সংস্করণ

 

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে রোববার রাতে অভিযান চালিয়ে ১৫৪ বস্তা ভারতীয় জিরা ও ২১ শত পিস সাবান জব্দ করেছে প্রশাসন।

 

রোববার রাত ১১ টায় উপজেলার পশ্চিম কালিয়ানিকান্দা এসব জব্দ করা হয়। এসময় চোরাকারবারীরা সটকে পড়ায় কাউকে আটক করতে পারে নাই পুলিশ।

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম কালিয়ানিকান্দা এলাকায় মৃত আলাল উদ্দিন এর ছেলে মেঘরাজ এর বাড়িতে ভারত থেকে নিয়ে আসা বিপুল পরিমান ভারতীয় জিরা মুজুদ করে রাখা হয়েছে। পরে হালুয়াঘাট উপজেলা প্রশাসন ও থানাপুলিশ অভিযানে গেলে চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন। এসময় অভিযান চালিয়ে ৩০ কেজি করে ১৫৪ বস্তা ভারতীয় জিরা ও ৩ টি বস্তায় প্রায় ২১ শত পিস ভারতীয় সাবান জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

 

জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পেয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। ১৫৪ বস্তা জিরার মধ্যে কয়েকবস্থা উন্মুক্ত অবস্থায় রয়েছে। চোরাকারবারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

 

 

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ