অন্যান্য

চিলমারীতে ৫০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে রমজানুল করিম খাদ্য সামগ্রী বিতরণ

  প্রতিনিধি 10 March 2025 , 1:28:40 প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে রোটারি ক্লাব অফ মেট্রোপলিটন ঢাকার পৃষ্ঠপোষকতা ও মেধাবী কল্যাণ সংস্থার সহযোগিতায় ৫০০ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে রমজানের বিশেষ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

উক্ত সহায়তা কার্যক্রমের আওতায় প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি ছোলা বুট প্রদান করা হয়।

 

আরসিসি চিলমারী ও মেধাবী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ নুরুল আলম উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান, রেজাউল করিম, লিটন ইসলাম শাকিব, মেহেদী, তৌহিদুল, লিটন মিয়া প্রমুখ।

 

আরসিসি চিলমারীর বাস্তবায়নে প্রতিবছরের মতো এবারও গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় জনাব নুরুল আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং স্পন্সরকারী প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ