প্রতিনিধি 10 March 2025 , 2:42:41 প্রিন্ট সংস্করণ
মোঃ সফিকুল ইসলাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় করা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রঞ্জুচন্দ্র মহন্ত উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
সোমবার ১০ই মার্চ গ্রেফতারকৃতকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায় রবিবার রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলা সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের মৃত নিত্যনন্দ মোহন্তর ছেলে রঞ্জু চন্দ্র মোহন্ত (৪৫) কে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূরুঙ্গামারী বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে