অন্যান্য

বোরহানউদ্দিনে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু 

  প্রতিনিধি 11 March 2025 , 9:14:50 প্রিন্ট সংস্করণ

 

শাওন চৌধুরী, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

 

মঙ্গলবার (১১ মার্চ)সকাল ৭ ঘটিকার সময় ভোলা জেলার মহাজন উপজেলার ইউনিয়নের চরগঙ্গাপুর নামক গ্রামে মোঃ বিল্লাল হোসেন জামেলী(৩০) নামে এক মাদ্রাসা শিক্ষক বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়।

 

 

মোঃ বিলাল হোসেন চরগাজীপুর গ্রামের আল ইকমা নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার প্রধানশিক্ষক ছিলেন।

 

 

পুলিশ ও স্থানীয় এই সূত্রে জানা যায়, আল ইকমা নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের কাজ চলছে। উক্ত নির্মাণাধীন ভবনে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি দেওয়ার সময় বৈদ্যুতিক লাইন থেকে সকাল ৭ ঘটিকার সময় বিদ্যুৎপৃষ্ট হন। পরে তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মোঃ বিলাল হোসেন জামেলী একই গ্রামের মোঃ শাহ আলম চৌকিদারের ছেলে। একা দ্বারে তিনি ঠাকুর বাড়ি দরজায় জামে মসজিদের ঈমাম ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ভোলা জেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

 

বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ