অন্যান্য

হোমনায় প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  প্রতিনিধি 2 October 2024 , 5:30:31 প্রিন্ট সংস্করণ

মোঃ তারিকুল ইসলাম, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার ২ অক্টোবর বিকালে হোমনা প্রেস ক্লাবের সামনের সড়কে সহকারী শিক্ষকবৃন্দ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

 

হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধনে বর্তমান বেতন গ্রেড ১৩ তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবির পক্ষে বিভিন্ন যৌক্তকতা তুলে ধরে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রবু, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, সহকারি শিক্ষক আবদুস সালাম ভূইয়া, মো. শামসুদ্দিন খান দুলাল,মো। হাসান উদ্দিন মোল্লা, মো. বোরহান উদ্দিন, মো. মনিরুল ইসলাম, জাকিয়া পারভীন, মো.আবুল খায়ের, মোল্লা শুকতারা, মনিরুল হক, সোরাফ আলী মো. কাজল মিয়া, নুর মোহাম্মদ খান প্রমূখ।

 

মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারক লিপি প্রদান করা হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ