অন্যান্য

দশম গ্রেডের দাবিতে আটপাড়ায় শিক্ষকদের মানববন্ধন

  প্রতিনিধি 2 October 2024 , 5:42:21 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার আটপাড়ায় দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে নেত্রকোনার আটপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা
মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে।

বুধবার বিকেলে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা মানববন্ধনে অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসানের বরাবর স্মারকলিপি দেন শিক্ষকেরা।

সহকারী শিক্ষক আব্দুস সালাম দরদীর সঞ্চালনায়
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন
মো. নাজমুক হক, এইচ. এম. হিরন, মোশাররফ হোসেন, সারোয়ার জাহান শরীফ, মনজু সরকার,) মনজুরুল হক, রাসেল পাঠান, মোফাজ্জল হোসেন, মাসুম খান, অলি আহাদ, শাহীন খন্দকার,
মানববন্ধনে উপস্থিত শিক্ষকেরা সহকারী শিক্ষকদের জীবনমান উন্নত ও মর্যাদাসম্পন্ন করতে দশম গ্রেড বাস্তবায়নে বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দশম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ