জাতীয়

বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন যশোরের অধ্যাপক নার্গিস বেগম

  প্রতিনিধি 12 March 2025 , 8:05:15 প্রিন্ট সংস্করণ

রিপন হোসেন সাজু
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক নার্গিস বেগম বিএনপির প্রয়াত নেতা, সাবেক মন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের স্ত্রী এবং বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের মা।

নার্গিস বেগমকে ভাইস চেয়ারম্যান মনোনীত করায় যশোর জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। নেতাকর্মীরা বলছেন, দলে তাঁর দীর্ঘদিনের অবদান এবং ত্যাগের যথাযথ স্বীকৃতি দেওয়া হয়েছে। তাঁরা মনে করছেন, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসিয়েছেন। এ জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নার্গিস বেগম বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। তিনি জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। স্বামী তরিকুল ইসলামের মৃত্যুর পরও তিনি দলের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকেছেন এবং সংগঠনের কাজ চালিয়ে গেছেন। তাঁর নেতৃত্বে যশোর বিএনপি সংগঠিত থেকেছে এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছে।

নার্গিস বেগমের নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। তাঁরা আশা করছেন, তিনি দলের নীতিনির্ধারণী পর্যায়ে আরও কার্যকর ভূমিকা পালন করবেন এবং যশোরসহ পুরো খুলনা বিভাগে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করবেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

আরও খবর: জাতীয়

‎রক্তাক্ত জুলাইয়ের মহম্মদপুর: ছাত্রের রক্তে লেখা প্রতিবাদ, ইতিহাসে ‘দৈনিক চেতনায় বাংলাদেশ’ ‎

‎ডিসিবি টেলিভিশন এখন থেকে ‘চ্যানেল থার্টি সিক্স’ স্যাটেলাইট স্বপ্নে ‘দৈনিক চেতনায় বাংলাদেশ’-এর মাল্টিমিডিয়া শাখার নতুন অধ্যায়

যশোরে করোনা আতঙ্কে পণ্যের আগুন মাস্কের বক্সে ১৮০ টাকা বৃদ্ধি, স্যানিটাইজার উধাও!

বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই: দা দিয়ে কুপিয়ে ৫ রাজাকার হত্যা করেছিলেন যিনি

‎সুরের যোদ্ধা জসীম পারভেজ: টানাপোড়েনের মাঝেও যার স্বপ্ন ছুঁতে চায় বিশ্বসংগীতের আকাশ ‎

ঈদের ঘুম নয়, এ যেন নীরব কান্না! কোরবানির উৎসবের দিন যারা ঘুমিয়ে কাটালেন, তাদের গল্পটা কেউ শুনে না