প্রতিনিধি 13 March 2025 , 7:12:41 প্রিন্ট সংস্করণ
আসাদুজ্জামান রিফাত
১১ মার্চ বুধবার সন্ধ্যায় নোয়াখালী জেলা জামায়াতের উদ্যোগে মাইজদী হোয়াইট হল পার্টি সেন্টারে শহরের বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্টজনদের নিয়ে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর জনাব ইসহাক খন্দকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ।
জেলা নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দিন ফারুক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা শহিদুল্লাহ খান কিরণ, গণঅধিকার পরিষদ সভাপতি তাজুল ইসলাম সুমন, খেলাফত মজলিশ জেলা সেক্রেটারী মাওলানা মোরশেদ আলম, বিশিষ্ট সাংবাদিক লিয়াকত আলী খান, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তাজুল ইসলাম, ইসলামি লয়ার্স কাউন্সিল এর সভাপতি এডভোকেট মঈন উদ্দিন আহমেদ খসরু, নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন ও ইসমাইল হোসেন মানিক, শহর আমীর মো. ইউসূফ নোয়াখালী শহর শাখা শিবির সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হাবিবুর রহমান আরমান।
এসময়ে নোয়াখালী জেলা জামে মসজিদ এর খতিব হাফেজ মাওলানা মো. দেলোয়ার হোসাইন বাংলাদেশে কুরআনের সমাজ কায়েমের আকুতি জানিয়ে দোয়া পরিচালনা করেন।