অন্যান্য

জাবিপ্রবি গ্রীন ভয়েসের ব্যতিক্রমী উদ্যোগ: মাদ্রাসা ও এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল

  প্রতিনিধি 14 March 2025 , 4:14:59 প্রিন্ট সংস্করণ

 

জাবিপ্রবি প্রতিনিধি: সারোয়ার হাসান সজীব 

 

রমজান মাসের পবিত্রতা, সংযম ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস আয়োজন করেছে এক ব্যতিক্রমী ইফতার মাহফিল। এবার তারা শুধুমাত্র নিজেদের মধ্যে ইফতার না করে, বিশ্ববিদ্যালয়ের বাইরের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ আয়োজন করে, যা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

মেলান্দহ উপজেলার দারুল উলুম হুসাইনিয়া মাদরাসার ছাত্রদের সাথে পবিত্র রমজান মাসের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রীন ভয়েস, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ১৩ মার্চ আয়োজন করেছে ইফতার ও দোয়া মাহফিল।

 

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তৌসিফ আহমেদ ও গ্রীন ভয়েস, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর। আরও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সবুজ সদস্যরা।

 

 

গ্রীন ভয়েস মূলত পরিবেশ সংরক্ষণ, গাছ লাগানো ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করলেও সমাজসেবামূলক কার্যক্রমেও যুক্ত রয়েছে। এই ইফতার আয়োজনের মাধ্যমে সংগঠনটি মানবিক দায়িত্ববোধের এক অনন্য নজির স্থাপন করেছে।

 

জাবিপ্রবি গ্রীন ভয়েস সভাপতি তোসিফ আহম্মেদ তন্ময় জানান, রমজানের মূল বার্তাই হলো সহমর্মিতা ও মানবতা। তাই গ্রীন ভয়েসের সদস্যরা সিদ্ধান্ত নেন, তারা এমন একটি আয়োজন করবেন যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো সম্ভব হবে। এতে করে একদিকে যেমন তাদের পাশে দাঁড়ানো হলো, অন্যদিকে সমাজের অন্যান্যরাও এমন কাজে অনুপ্রাণিত হবেন।

 

 

ইফতার মাহফিলের শুরুতেই মাদ্রাসা ও এতিম শিক্ষার্থীদের সাথে পরিচিত হন গ্রীন ভয়েসের সদস্যরা। এরপর একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে অতিথিরা রমজানের শিক্ষা ও মানবিকতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

 

সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, “আমরা চাই সমাজের সব শ্রেণির মানুষ যেন রমজানের আনন্দ উপভোগ করতে পারে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে পারে, তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় অর্জন।”

 

ইফতারের আগে মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা দেশ, জাতি ও মানবতার কল্যাণে দোয়া করেন। । শিশুরা অত্যন্ত আনন্দের সাথে ইফতার উপভোগ করে এবং গ্রীন ভয়েসের এই উদ্যোগকে ধন্যবাদ জানায়।

 

 

গ্রীন ভয়েসের এমন উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছে সবাই। এ ধরনের কাজের মাধ্যমে সমাজের সকল শ্রেণির মানুষ একসাথে মিলিত হতে পারে, যা সৌহার্দ্য ও সহমর্মিতার বার্তা বহন করে।

 

এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন, দপ্তর সম্পাদক মুসলিম ইবনে রবি, কার্যকরী সদস্য শাহরিয়ার রোকন।

 

উল্লেখ্য, গ্রীন ভয়েস একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা মূলত পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বনায়ন বৃদ্ধি এবং পরিবেশ সচেতনতা গড়ে তোলার জন্য কাজ করে। সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সক্রিয়ভাবে কাজ করছে এবং তরুণদের মধ্যে পরিবেশ সংরক্ষণের ব্যাপারে আগ্রহ সৃষ্টি করছে।

 

 

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ