অন্যান্য

কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে   র‌্যাবের হাতে ৮ জন গ্রেফতার, 

  প্রতিনিধি 14 March 2025 , 4:19:23 প্রিন্ট সংস্করণ

 নিজাম উদ্দীন 
কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো তলোয়ার ও তিনটি মোটরসাইকেলসহ ৮  ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার ৮ জনের মধ্যে মো. মেহেদী হাসান রবিন (২৮) কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ এলাকার মো. মতিউর রহমানের ছেলে, রায়হান জামান একান্ত (২৭) শহরের গাইটাল এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে, ইমতিয়াজ জাহান আকাশ (২৯) একই এলাকার সাইফুল ইসলামের ছেলে, রাগিব আবসার (২২) শহরের শোলাকিয়া ঈদগাহ রোড এলাকার মৃত জামাল আকন্দের ছেলে, মো. রাকিব (২৮) গাইটাল ডুবাইল এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে, মো. হাছান উদ্দিন (২০)  গাইটাল এলাকার আ. মালেকের ছেলে, খায়রুল ইসলাম (২২) গাইটাল এলাকার হেলাল উদ্দিনের ছেলে ও মেহেদী হাসান (২৫) একই এলাকার রতন ভূইয়ার ছেলে।
বৃহস্পতিবার, ১৩ মার্চ রাত ১টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার চর মারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিক দের  বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. আশরাফুল কবিরের পক্ষে মিডিয়া অফিসার।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের ও আসামিদের হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ