প্রতিনিধি 15 March 2025 , 1:49:40 প্রিন্ট সংস্করণ
আনোয়ার সাঈদ তিতু
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় পানি ঢেলে দুটি অবৈধ ইটভাটার আগুন নিভিয়ে দেওয়াসহ কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়া পরিচালনা করার অপরাধে ইটভাটা দুটি বন্ধ করে দেন আদালত।
শনিবার (১৫ মার্চ) উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে এই অভিযান চালায়।
কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উলিপুরের তবকপুরে এমআরবি ব্রিকস এবং এমএসবি ব্রিকস নামে ইটভাটা দুটির স্থাপনা ভেঙে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলা হয়। একই সঙ্গে ইট পোড়ানোর কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেন আদালত।
উলিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহার নেতৃত্বে পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার অভিযানে অংশ নেয়।
পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনে পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
প্রসঙ্গত, চলতি মৌসুমে জেলায় ১০৮টি ইটভাটায় ইট পোড়ানো শুরু হয়। এসব ভাটার মধ্যে ৭২টি অবৈধ। জেলা প্রশাসনের অভিযানে একের পর এক অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে অভিযোগ উঠেছে, অভিযানে বন্ধ করার কিছুদিনের মাথায় মালিকপক্ষ বেশির ভাগ ইটভাটা আবার চালু করেছে।