অন্যান্য

কালুখালীতে ডিবি পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার 

  প্রতিনিধি 16 March 2025 , 8:23:26 প্রিন্ট সংস্করণ

 

কালুখালী প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় রাজবাড়ীর কালুখালী উপজেলার মোঃ আকবর মন্ডল (৪২) পিতা বুদ্ধি মন্ডল নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

 

তিনি কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

 

আজ শনিবার (১৫ মার্চ) দুপুরে কালুখালী উপজেলার মাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আকবর মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। কথিত আছে তিনি সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের পুত্র আশিক মাহমুদ মিতুলের কালুখালী এলাকার প্রতিনিধি হিসেবে কাজ করত।এই পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে চলত। ৫ ই আগষ্টের পর থেকে তিনি বিএনপির সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে । কালুখালী এলাকার ভূমি দস্যু হিসেবে পরিচিত।

 

নাফিজ আহমেদ, কালুখালী (রাজবাড়ী)।

 

 

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে ঝাড়ু বিক্রেতার একমাত্র সম্বল গাভী বিক্রি করে ঘুষ নিলেন সমাজপতিরা!

রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে জাকারি আল ফয়সাল, ব্যুরো প্রধান রাজশাহী রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানিয় এলাকাবাসীরা। মহানগরীর বিন্দুর মোড় হতে অলকার মোড় পর্যন্ত অংশে অপ্রয়োজনীয় অপরিকল্পিত নির্মাণাধীন ফ্লাইওভার নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করা দাবিতে মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় নগরীর নিউমার্কেটের সামনে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট অনুষ্ঠিত হয়। বক্তারা ফ্লাইওভার নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ কাজ বন্ধের আহ্বান জানান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ফ্লাইওভার নির্মাণে প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ করেন। উপস্থিত জনগণ বলেন,আমাদের এ ফ্লাইওভার প্রয়োজন নেই। ফ্লাইওভার নির্মাণের পক্ষে এমন জনগণ জরিপ করলে একটিও বের হবে না। এই ফ্লাইওভার নির্মাণের ফলে রাস্তায় যানজটের দেখা দিচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের এডভোকেট মোর্তজা শাকিল, মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শুভ, স্থানীয় ব্যবসায়ী নাজমুল হোসেন রাজু, মহম্মদ ওহাব আলী সহ এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ী বৃন্দ।

ডা. গোলাম কাজেম আলী আহমেদের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে চিকিৎসকরা

টাঙ্গাইলে কালিহাতীতে বন্ধু মহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নড়াইলে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুবি নৃবিজ্ঞান বিভাগের ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মিরাজ-রেশা