অন্যান্য

চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সনাকের মানববন্ধন

  প্রতিনিধি 16 March 2025 , 1:49:47 প্রিন্ট সংস্করণ

ইয়াসিন আরাফাত

 

নারী-শিশু ধর্ষণ ও সহিংসতা নির্মূল ও বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে রোববার (১৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত¡রে এই কর্মসূচীর আয়োজন করে সচেতন নাগরিক কমিটি-সনাক।

 

এ সময় সনাক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখর সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজার সভাপতিেেত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আশরাফুল আম্বিয়া সাগর, সদস্য সেলিনা বেগম, ড. দিপালী রানী দাস, এনামুল হক, মজিবুর রহমান, ওয়ালিউল আজম, গোলাম ফারুক মিথুন প্রমুখ।

 

প্রায় ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে দেশে এক অরাজকতা চলছে। প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে শিশু ও নারীরা। ঘর থেকে পা বের করলেই নারীরা বিকৃত মস্তিকের পুরুষের দ্বারা হচ্ছে লাঞ্ছিত। ছোট শিশুরাও এই কুদৃষ্টির বাইরে থাকছেনা।

 

আর তা না হলে মাগুড়াতে ছোট শিশু আছিয়া কেন ধর্ষণের শিকার হলো ? কি অপরাধ ছিল ছোট্ট শিশুটির। এসব অপরাধ করে দোষীরা পার পেয়ে যাচ্ছে, কারণ অপরাধের দ্রত বিচার হচ্ছেনা। কালক্ষেপণ করে বিচারের রায়কে বছরের পর বছর পিছিয়ে নেয়া হচ্ছে। কিন্তু এটা দু:খজনক।

 

এতে অপরাধীরা আরো অপরাধ করার সুযোগ পাচ্ছে এবং তারা এমন জঘণ্য নিকৃষ্ট কাজে নিজেদের জড়িত করছে। আর তাই মাগুড়ার ছোট্ট শিশু আছিয়ার ধর্ষক হত্যাকারীসহ সকল ধর্ষকদের অপরাধিদের দ্রæত বিচার ট্রাইবুনালে বিচার করে মৃত্যুদন্ড কার্যকর করার জোড় দাবী জানান মানববন্ধনে আগত বক্তারা।

 

এ সময় মানববন্ধনে সনাকের ইস্টার্ণ প্রোগ্রামের নাজমিন খাতুন, ইয়েস সদস্য কুশাল কুমার শীল, ইসরাইলসহ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ