অন্যান্য

জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ দুর্গাপুর থানার সদ্য বিদায়ী ওসি বাচ্চু মিয়া

  প্রতিনিধি 16 March 2025 , 2:30:01 প্রিন্ট সংস্করণ

আনিসুল হক সুমন

 

নেত্রকোনা জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন দুর্গাপুর থানার সদ্য বিদায়ী ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া। গত ফেব্রুয়ারি মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখার জন্য জেলা পুলিশ কর্তৃক এই স্বীকৃতি লাভ করেন তিনি। রবিবার (১৬ মার্চ) দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের হাত থেকে শুভেচ্ছা স্মারক এবং সম্মাননা সনদ গ্রহণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্য কর্মকর্তাগণ।

 

 

জানা যায়, আজ জেলা পুলিশের এক মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দুর্গাপুর উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজের মূল্যায়নে ফেব্রুয়ারী মাসের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার দেওয়া হয় সদ্য বিদায়ী ওসি বাচ্চু মিয়াকে। গত বছরের ২১ অক্টোবর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন তিনি। চলতি বছরের ৬ মার্চ দুর্গাপুর থানা থেকে জেলা পুলিশের অপরাধ শাখায় ইন্সপেক্টর পদে পদায়ন করা হয়।

 

 

কৃতিত্বপূর্ণ এই অর্জনের প্রতিক্রিয়ায় বাচ্চু মিয়া বলেন, এই অর্জন পেশাগত জীবনকে সামনের দিকে এগিয়ে নেবে। কাজের অনুপ্রেরণা জোগাবে। শ্রেষ্ঠত্ব অর্জনের সহযোগিতা করার জন্য তিনি সাবেক কর্মস্থল দুর্গাপুর থানা পুলিশের অন্যান্য সদস্যসহ উপজেলার জনগণকে ধন্যবাদ জানান।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ