প্রতিনিধি 16 March 2025 , 2:57:52 প্রিন্ট সংস্করণ
এস চাঙমা সত্যজিৎ
বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার বৌদ্ধদের তীর্থ ভূমি “পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির”। এই পবিত্র তীর্থ ভূমির প্রতিষ্ঠাতা পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবির। বৌদ্ধ ধর্মীয় গুরু বৌদ্ধ জাতির কূল গৌরব “পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির” প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবির আজ রাতে বাংলাদেশের আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে আমেরিকা ও কানাডার উদ্দেশ্যে দুই মাসের ধর্মীয় সফরে গমণ করেন।
আজ রবিবার ১৬ মার্চ ২০২৫ দিবাগত রাত ০১.৫৫ টার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে ফ্লাইটে আমেরিকা ও কানাডায় গমণ করেন। এ দীর্ঘ দুই মাসের ধর্মীয় সফরের উদ্দেশ্যে যাত্রা করলেন পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবির। দুই মাসের দীর্ঘ ধর্মীয় সফরে শ্রদ্ধেয় পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবির ভন্তের বিমান বন্দরে শ্রদ্ধা নিবেদন করতে এবং ভন্তের শারীরিক সুস্থতা কামনায় বিমান বন্দরে যান ভন্তের বিশিষ্ট দায়ক সমাজ হিতৈষী শুভাশীষ চাকমা বাবুসহ ধর্মীয় প্রবণতা অনুশীলনকারী জ্ঞানীগুণী ব্যক্তিত্ত্বরা। বিমান বন্দরে সকল ব্যবস্থাপনাসহ শ্রদ্ধেয় পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবির ভন্তেকে বিমান বন্দরে বিদায় দেওয়ার জন্য শ্রদ্ধাজ্ঞাপন করতে কাকা শুভাশীষ চাকমা বাবুসহ সংশ্লিষ্ট সকল শ্রদ্ধাভাজনকে কৃতজ্ঞতা জানাচ্ছেন পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির উন্নয়ন কমিটির সদদ্য-সদস্য, উপাসক-উপসিকা, দায়ক-দায়িকা এবং পানছড়ি উপজেলাবাসীরা। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছেন শ্রদ্ধেয় পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবির ভন্তের দীর্ঘ দুই মাসের ধর্মীয় সফরে যারা স্পন্সর করেছেন সেই সব মহান ব্যক্তিদেরকেও। ভবতু সব্ব মঙ্গলং রক্খন্তু সব্ব দেবতা। সব্বে সত্ত্বা সুখীতা ভবন্তু। জয়তু বুদ্ধ সাসনম!