অন্যান্য

ছাত্রদল কর্মী ইয়াসিনের নিখোঁজের ১০ দিন পার হলেও মিলেনি সন্ধান।

  প্রতিনিধি 17 March 2025 , 12:57:44 প্রিন্ট সংস্করণ

 

স্টাফ রিপোর্টারঃ

 

 

নেত্রকোনার মদন উপজেলা ছাত্রদলের কর্মী ইয়াসিন মিয়া খালিয়াজুরী রসুলপুর গ্রামবাসী ও পল বাইছ কারীদের সংঘর্ষে নিখোঁজের ১০ দিন অতিবাহিত হয়ে গেলেও এখনো তার সন্ধ্যান পাওয়া যায়নি। নিখোঁজ ইয়াসিনের সন্ধানের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

রোজ সোমবার ১৭ মার্চ বেলা ১১টায় উপজেলা কাইটাইল ইউনিয়নের বটতলা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । মানববন্ধনে বিএনপি’র ছাত্রদলের সদস্যসহ স্থানীয় গ্রামবাসী অংশ নেন।

 

নিখোঁজ ইয়াসিন উপজেলা কাইটাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রূপ চান মিয়ার ছেলে। সে উপজেলার কাইটাইল ইউনিয়নের ছাত্রদলের একজন কর্মী। সংসারের তাগিদে অটোরিকশা চালাতো।

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে পোলবাইছ কারীদের সাথে জগন্নাথপুর ও রসুলপুর গ্রামবাসীর সংঘর্ষে নিখোঁজ হওয়া ৪ জনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 

 

গত সোমবার (১০ মার্চ) দুপুরে জেলার খালিয়াজুরী উপজেলার ধনু নদীর পৃথক স্থান নাওটানা ও রসুলপুর ঘাট এলাকা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

 

পল বাইছ কারিদেরকে নিয়ে রসুলপুর ঘাটে অটো ড্রাইভার হিসেবে গিয়েছিল নিখোঁজ মদন উপজেলা ছাত্রদলের কর্মী ইয়াসিন।এ ঘটনার পর এখনোও পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি ইয়াসিনের।

 

মানববন্ধনে আহাজারি করে ইয়াসিনের মা, সুলতানা আক্তার জানান, আমার ছেলে ইয়াসিন রসুলপুর জগন্নাথপুর ও পলোবাইছ কারীদের সাথে সংঘর্ষ চলাকালীন সময়ে মোবাইল ফোনে কল করে জানায়, মা আমাকে যারা অটো ড্রাইভার হিসেবে নিয়ে এসেছে তাদের মোবাইল ফোন ও টাকা পয়সা আমার কাছে রেখে গেছে।

এখন রসুলপুর গ্রামবাসী আমাকে দৌড়াইতেছে মারার জন্য এবং মোবাইল ও টাকা গুলো নিয়ে যাওয়ার জন্য।

 

এ কথা বলার পরে ফোনটি কেটে যায়, এরপরে কল দিলে আর তার সাথে যোগাযোগ করা যায়নি এ বলে মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন ইয়াসিনের মা। নিখোঁজের ১০দিন পার হলেও তার সন্ধান না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী‌।

 

উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের আজাদ মানববন্ধনে বলেন,

৩ দিনের মধ্যে ছাত্রদলের ইয়াসিনকে জীবিত অথবা মৃত সন্ধান না পাওয়া গেলে কঠোর আন্দোলনে নামারও আল্টিমেটাম দেন তিনি।

 

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ