নাফিজ আহমেদ, কালুখালী (রাজবাড়ী)।
রাজবাড়ীতে সামাজিক দায়িত্ববোধ থেকে উদ্বুদ্ধ হয়ে সাইবার রাজবাড়ীর উদ্যোগে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত রোজাদারদের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়েছে। রবিবার, ১৬ মার্চ বিকেলে রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র পান্নাচত্বরে এই মহতী আয়োজন সম্পন্ন হয়।
সাইবার রাজবাড়ী কেবলমাত্র একটি সাইবার নিরাপত্তা প্রদানকারী সংগঠন নয়, এটি রাজবাড়ীবাসীর কল্যাণে নিবেদিত একটি প্ল্যাটফর্ম। শুধু প্রযুক্তিগত নিরাপত্তা নয়, মানবিক মূল্যবোধের চর্চাকেও আমরা সমান গুরুত্ব দিই। ইফতার বিতরণ কার্যক্রমের মধ্য দিয়ে আমরা সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি।
সাইবার রাজবাড়ী টিম জানায়, “আমাদের লক্ষ্য কেবল সাইবার জগতেই নিরাপত্তা নিশ্চিত করা নয়, বরং বাস্তব জীবনেও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করা। এই উদ্যোগ প্রতিবছর চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা সকলের দোয়া ও সমর্থন কামনা করি, যাতে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই ধরনের কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে পারি।”