অন্যান্য

ঢাকা বনানীর কড়াইলে মেয়ের বান্ধবী ১২ বছরের শিশুকে ধর্ষণ, গণপিটুনি

  প্রতিনিধি 18 March 2025 , 9:11:32 প্রিন্ট সংস্করণ

 

সোহেল রানা,ঢাকাঃ

রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তির বউ বাজারে ১২ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্ত ধর্ষকের নাম সুমন (৪০)।

 

জানা গেছে, নিজের মেয়ের বান্ধবীকে ধর্ষন করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন সুৃমন। বস্তির নেতারা থানা পুলিশকে চাপ দিয়ে মামলার মোড় ঘোরানোর চেষ্টা করছে। ভুক্তভোগীরা নিতান্তই গরিব। এমন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।

 

মেয়ের মাধ্যমেই শিশুটিকে বাসায় ডেকে আনেন সুমন। ডেকে এনে ধর্ষণ করেন এবং মোবাইলে ভিডিও ধারণ করে শিশুটিকে ভয় দেখিয়ে ব্লাকমেইল করার চেষ্টা করে। বলে ভিডিওটি ফেসবুক ইউটিউবে ভাইরাল করে দিবে।

 

পরে ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা ধর্ষক সুমনকে ধরে গনপিটুনি দেয়।

 

পরবর্তীতে কড়াইল বস্তির নেতারা ঘটনাস্থলে এসে ধর্ষক সুমনকে বিক্ষুব্ধ জনতার রোষানল থেকে বাঁচাতে কড়াইল বউ বাজারে একটি স্কুলে আটকে রাখে। বনানী থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে ধর্ষক সুমনকে থানায় নিয়ে যায়। জানা গেছে বনানী থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করছে।

 

জানা গেছে, সুমনকে রোষানল থেকে বাঁচানো নেতারা উপস্থিত এলাকাবাসীকে নিষেধ করেন মিডিয়াতে যেন উক্ত ধর্ষণের বিষয়ে কথা না বলেন।

 

প্রত্যক্ষদর্শী বিল্লাল হাসান বলেন, ধর্ষক সুমন আজকে শিশুটির সঙ্গে যে নিকৃষ্ট কাজ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

 

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ