অন্যান্য

চিলমারীতে ৫২ পিস ইয়াবা সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  প্রতিনিধি 19 March 2025 , 5:01:29 প্রিন্ট সংস্করণ

এস, এম হামিম সরকার নিরব

 

কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার মাটি কাটার মোড় হতে জোড়গাছ গামি রাস্তায় ৫২ পিচ ইয়াবা সহ ৪ জন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।

 

 

বুধবার(১৯ মার্চ) রাত আনুমানিক ০২.১০ ঘটিকার সময় মাদক কারবারিদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোশাহেদ খান।

 

আটককৃত ব্যক্তিরা হলেন, মোঃ হালিম বাদশা (৩৮), মোঃ রেজাউল করিম (২৮), মোঃ রায়হান মিয়া (২২) সহ মোঃ মেহেদী হাসান চৌধুরী (৩৩),

সকল আসামীগণ চিলমারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

 

পুলিশ জানিয়েছেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে চিলমারী মডেল থানাধীন ৩নং থানাহাট ইউনিয়নের বড় কুষ্টারী, মৌজাথানার দিয়া কমিউনিকেশনের সামনে মাটিকাটা মোড় হতে জোড়গাছ বাজার গামী পাকা রাস্তার উপর ৫২ পিচ ইয়াবা সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানা পুলিশ। যাহার মামলা নং-০১, আসামীদ্বয়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় অভিযুক্ত করা হয়েছে।

 

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোশাহেদ খান বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বিধি মোতাবেক আসামীগণকে যথাযথ পুলিশ র্স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ