অন্যান্য

গাজীপুরে সরকারি বনের জমি অবৈধ ভাবে গিলে খাচ্ছে প্রভাবশালী কিছু লোকজন

  প্রতিনিধি 20 March 2025 , 10:58:21 প্রিন্ট সংস্করণ

 

বিশেষ প্রতিনিধি, মোঃ মিন্টু:

গাজীপুর জেলা একটি ব্যস্ত এলাকা গাজীপুর জেলা একটি শিল্প নগরী এলাকা গাজীপুর জেলার প্রতিটি উপজেলায় রয়েছে একাধিক গার্মেন্টস ফ্যাক্টরী। বেশির ভাগ গার্মেন্টস ফ্যাক্টরীর ভিতরে রয়েছে সরকারি বনের জমি, যেমন কাশীমপুর হইতে জিরানী বাজার পর্যন্ত যেসকল গার্মেন্টস ফ্যাক্টরী রয়েছে এগুলোর মধ্যে বেশির ভাগ গার্মেন্টস ফ্যাক্টরীর ভিতরে বনের জমি রয়েছে, কাশীমপুর বিটের আওতাধীন , কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন। কোনাবাড়ি নতুন বাজার গাড়ি পার্কিং করে রাখা হয় এগুলো ও বনের জমিতে। কালিয়াকৈর উপজেলার মধ্যে একাধিক গার্মেন্টস ফ্যাক্টরী রয়েছে প্রতিটি গার্মেন্টসের ভিতর সরকারি বনের জমি রয়েছে, গার্মেন্টস মালিক কোটি প্রতি তাদের সঙ্গে মতবিনিময় করছেন অসাধু কিছু বিট কর্মকর্তা এবং নিরবতা পালন করে থাকার কারণে সরকারি বনের জমি দখল করে নিয়েছে বিভিন্ন গার্মেন্টস মালিক পক্ষের লোকজনেরা। সেই সঠিক সংবাদ সংগ্রহ করতে গিয়ে একাধিক বার বিপদের মধ্যে পরতে হয়েছে বেশ কিছু সাংবাদিককে। আসলেই টাকার কাছে বিক্রি হয়ে যায় কিছু অসাধু সরকারি বন কর্মকর্তা ।বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরীর রাস্তা সরকারি বনের জমির উপর দিয়ে নিয়েছে , তবুও কোনপ্রকার সমস্যা হচ্ছে না বন বিভাগের লোকজনের। অথচ সাধারণ দিন মজুরি খেটে খাওয়া অসহায় মানুষের পুরাতন বসত বাড়ি নষ্ট হয়েছে সেই পুরাতন ঘরটি একটু মেরামত করতে গেলে বিট কর্মকর্তাকে দিতে হয় মোটা অংকের টাকা নয়তো সেই পুরাতন ঘরটি মেরামত করতে পারে না। বিভিন্ন স্থানে সরকারি বনের জমির উপর উচ্ছেদ করেছে সব গুলোই হলো সাধারণ গরীব দুঃখী অসহায় মানুষের বাড়ি ঘর। কোনোদিন শুনা যায়নি গার্মেন্টস ফ্যাক্টরীর ভিতর থেকে সরকারি বনের জমি উদ্ধার করা হয়েছে। বন বিভাগের লোকজনের কাছে আমি একটি কথাই বলবো আপনারা সাধারণ গরীব মানুষের ঘর বাড়ি ভাংচুর না করে কোটি প্রতি গার্মেন্টস ফ্যাক্টরীর মালিক পক্ষের লোকজনকে ধরেন এরা কেনো সরকারি বনের জমি দখল করে নিয়েছে এবং বনের জমি দখল করে ফ্যাক্টরী তৈরী করেছে। গাজীপুরের বনের জমি গিলে খাচ্ছে অবৈধ ভাবে বিভিন্ন গার্মেন্টস মালিক পক্ষ । অথচ যাদের থাকার মত সারা বাংলাদেশে এক শতাংশ মালিকানা জমি নেই সেই সকল গরীব দুঃখী অসহায় পরিবারের ঘর বাড়ি ভাংচুর করে মানুষের মাঝে দেখানো হচ্ছে, বন বিভাগের লোকজন সরকারি বনের জমি বেদখল থেকে উদ্ধার করছে। সাধারণ জনগণকে হয়রানি করে রাতারাতি মোটা অংকের ইনকামের পাঁইতারা বাদ দিন গরীব দুঃখী অসহায় পরিবারের লোকজনের ক্ষতির চিন্তা করবেন না বন বিভাগের লোকজনকে অনুরোধ করছি । সাংবাদিক সঠিক সংবাদ সংগ্রহ করতে গেলে ও বিপদের মধ্যে পরছে, সাংবাদিক সঠিক সংবাদ প্রকাশ করলে ও একাধিক বার বিপদের মধ্যে পরছে , পরবর্তী নিউজ নাম সহ প্রকাশিত হবে ।

 

আরও খবর

ঢাকুরিয়ায় বিএনপির কর্মীর মানোন্নয়ন ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

খোলা হল পাগলা মসজিদের দানবাক্সে,, মিললো ২৮ বস্তা টাকা

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা) খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

মহাসড়কে স্প্রীড ব্রেকার স্থাপনের দাবীতে জগন্নাথপুরে মানববন্ধন

জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র রায় স্থগিত

                   

জনপ্রিয় সংবাদ