অন্যান্য

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  প্রতিনিধি 21 March 2025 , 4:25:07 প্রিন্ট সংস্করণ

তোফাজ্জল ইসলাম

 

সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাবিব মিয়া গ্রেফতার হয়েছে। তিনি তাহিরপুর থানাধীন দিঘিরপাড় গ্রামের বাসিন্দা।

 

বৃহস্পতিবার দিবাগত রাত (২১ মার্চ) ২টার দিকে পুলিশ অভিযান পরিচালনা করে হাবিব মিয়াকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাবিব মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু হওয়া সিআর (নারী শিশু)-২৭/১৯ নম্বর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

 

এই অভিযানে তাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম, এসআই শরীফুল, এসআই আমীর উদ্দিন এবং এএসআই জিয়াউর রহমান-১সহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

আরও খবর

ইবিতে ভাইস চ্যান্সেলরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেয়ায় নির্যাতনের শিকার স্ত্রী

কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ ডাকাত গ্রেফতার

চালককে হত্যা করে গাড়ি ছিনতাই, ৪৮ ঘন্টার মধ্যে ৩ আসামি গ্রেপ্তার

গ্রেপ্তারের তালিকায় ৯০ পুলিশ কর্মকর্তা, বরখাস্ত হচ্ছেন ১৮৭

রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে জাকারি আল ফয়সাল, ব্যুরো প্রধান রাজশাহী রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানিয় এলাকাবাসীরা। মহানগরীর বিন্দুর মোড় হতে অলকার মোড় পর্যন্ত অংশে অপ্রয়োজনীয় অপরিকল্পিত নির্মাণাধীন ফ্লাইওভার নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করা দাবিতে মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় নগরীর নিউমার্কেটের সামনে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট অনুষ্ঠিত হয়। বক্তারা ফ্লাইওভার নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ কাজ বন্ধের আহ্বান জানান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ফ্লাইওভার নির্মাণে প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ করেন। উপস্থিত জনগণ বলেন,আমাদের এ ফ্লাইওভার প্রয়োজন নেই। ফ্লাইওভার নির্মাণের পক্ষে এমন জনগণ জরিপ করলে একটিও বের হবে না। এই ফ্লাইওভার নির্মাণের ফলে রাস্তায় যানজটের দেখা দিচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের এডভোকেট মোর্তজা শাকিল, মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শুভ, স্থানীয় ব্যবসায়ী নাজমুল হোসেন রাজু, মহম্মদ ওহাব আলী সহ এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ী বৃন্দ।

                   

জনপ্রিয় সংবাদ