প্রতিনিধি 22 March 2025 , 5:47:46 প্রিন্ট সংস্করণ
আসাদুজ্জামান রিফাত,
নোয়াখালী সদর প্রতিনিধিঃ
আজ রবিবার (২২ মার্চ)নোয়াখালী সদর উপজেলার রাবেয়া শফিক মডেল গার্লস স্কুলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৭নং ধর্মপুর ইউনিয়ন শাখার আয়োজনে গুণীজনদের সম্মানে ইফতার মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ধর্মপুর ইউনিয়ন পশ্চিম শাখার শিবিরের সভাপতি মুহাম্মদ বিন ইসমাইলের সঞ্চালনায় ধর্মপুর ইউনিয়ন পূর্ব শাখা শিবিরের সভাপতি মোঃ তারেকের সভাপতিত্বে ইফতার মাহফিল ও আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী সদর উপজেলার আমীর হাফেজ মাওলানা মহিউদ্দীন, সেক্রেটারি ডাঃ মিরাজুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নোয়াখালী সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ইউপি সচিব নিজাম উদ্দিন,ধর্মপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আবুল বাশার, ধর্মপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোঃ রুবেল হোসাইনসহ ধর্মপুর ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গুনিজনেরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী সদর উপজেলা জামায়াতের আমীর,হাফেজ মাওলানা মহিউদ্দীন বলেন, ইসলামী ছাত্রশিবির মেধাবীদের সংগঠন। দেশের যেকোনো আন্দোলন সংগ্রাম শিবির প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি অভিভাবকের প্রতি আহ্বান জানান যাতে আদরের সন্তানকে ইসলামী ছাত্রশিবিরে যুক্ত হওয়ার মধ্যমে নিজের চরিত্র গঠন করে দেশ ও জাতির সেবায় কাজ করতে পারে ।
নোয়াখালী সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, ধর্মপুর ইউনিয়ন শিবিরের এই আয়োজন সত্যি প্রশংসার দাবিদার। তিনি বিগত স্বৈরাচারী সরকারের আমলে ছাত্রদল ও ছাত্রশিবির যেভাবে ঐক্যবদ্ধ ছিল ভবিষ্যতেও দেশের প্রয়োজনে সেভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ।