প্রতিনিধি 22 March 2025 , 6:44:07 প্রিন্ট সংস্করণ
মো. আসাদ উল্লাহ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এমফিল থেকে পিএইচডি স্থানান্তর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিনের সেমিনার কক্ষে এই সেমিনার আয়োজন করা হয়।
আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের এমফিল গবেষক হাসান ইয়াহইয়া পিএইচডি গবেষণার জন্য তার গবেষণাপত্র উপস্থাপন করেন। তার গবেষণার শিরোনাম ছিল “সূরা আল কাহফে উল্লেখিত ঘটনাবলী ও যুলকারনাইন: একটি তাত্ত্বিক পর্যালোচনা”।
সেমিনারে সভাপতির দায়িত্ব পালন করেন আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ও লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ রহিম উল্যাহ, থিওলজি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সোলায়মান, আল-হাদীস বিভাগের অধ্যাপক ড. মোঃ সেকান্দার আলী, অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. আ. হ. ম. নুরুল ইসলাম।
সেমিনারটি উপস্থাপনা করেন আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. খ. ম ওয়ালী উল্লাহ। আলোচকরা গবেষণার উপর মতামত দেন এবং এর গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, “গবেষণাটি ইসলাম শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একাডেমিক জগতে নতুন দিগন্ত উন্মোচন করবে।”