অন্যান্য

পীরগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওয়ার্টআ্যপ নম্বর হ্যাক করে টাকা দাবি

  প্রতিনিধি 22 March 2025 , 6:56:16 প্রিন্ট সংস্করণ

 

আরিফুল ইসলাম স্টাফ রির্পোটার 

 

রংপুরের পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের দাপ্তরিক ফোন নম্বর দিয়ে খোলা ওয়ার্টআ্যপ নম্বর হ্যাক করে টাকা দাবি করেছে প্রতারকরা। বিষয়টি জানার পর সবাইকে প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য অনুরোধ জানিয়েছেন ইউএনও এবং পীরগাছা অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি প্রতারক চক্র শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দাপ্তরিক মুঠোফোন নম্বর দিয়ে খোলা ওয়ার্টআ্যপ থেকে উপজেলায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন জনের কাজে টাকা দাবি করা হচ্ছে। বলা হচ্ছে ( আর্জেন্ট ১৫ হাজার টাকা লাগবে এখন এই নাম্বারে পাঠায় দিয়েন 01756639294 (বিকাশ এবং নগদ) বলা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, আমি এই বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ভাবে সবাইকে সতর্ক করি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। পীরগাছা থানার অফিসার ইনর্চাজ, নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি সন্ধ্যায় আমি জেনেছি। জানার পর আমিও সবাইকে সতর্ক থাকতে বলেছি। আমরা অপরাধীকে আইনের আওতায় আনার চেষ্টা করছি।

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ