অন্যান্য

সখিপুরকে যানজট মুক্ত রাখতে অভিনব এক পদ্ধতি।

  প্রতিনিধি 23 March 2025 , 1:08:46 প্রিন্ট সংস্করণ

টাংঙ্গাইল জেলার সখিপুর উপজেলা তালতলা চত্বর যামজট মুক্ত রাখতে এক অভিনব পদ্ধতি গ্রহণ করেছেন তারা। বিশেষ করে ইদের কেনাকাটার কারনে সখিপুর ব্যাপক জামজট দেখা যায়। সেই কারনে ঈদকে সামনে রেখে অভিনব পদ্ধতি গ্রহণ করেছেন তারা।

মাইক দিয়ে ডাকাডাকি করে তালতলা চত্বরে কোন যানবাহন দাড়াতে দেয়না তারা। পদ্ধতি বেশ কার্যকারিতা দেখা গিয়েছে।
কিন্তু সারাদিন মাইকের আওয়াজয়ে স্থানীয় দোকানদার অতিষ্ট। তাছাড়া শব্দ দুষণ হচ্ছে ব্যাপক হাড়ে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ