প্রতিনিধি 23 March 2025 , 4:16:25 প্রিন্ট সংস্করণ
মনিরামপুর(যশোর)প্রতিনিধি।। যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার কুলটিয়া ইউনিয়নের নয় নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্টিত হয়। ডাঙ্গামহিষদীয় স্কুল মাঠে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
ওয়ার্ড বিএিনপির সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সহকারি অধ্যাপক নাজমুল হক লিটন, কুলটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, নুরুল ইসলাম, নেহালপুর ইউপির সাধারন সম্পাদক জি এম খলিলুর রহমান, আশরাফুল ইসলাম, পলাশ, রাকিব হোসেন শুভ প্রমুখ। অন্যদিকে পৌরশহরের দুই ও তিন নং ওয়ার্ডে অনুরুপভাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দুই নং ওয়ার্ডের ইফতার মাহফিল হয় মনিরামপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে। ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আলতাফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই, সহসভাপতি মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভূট্টো, রাজু আহমেদ, মাসুদ পারভেজ প্রমুখ। পৌর শহরের নারকেল বাজারে অয়োজন করা হয় তিন নং ওয়ার্ডের ইফতার মাহফিল। ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম। অন্যান্যের মদ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি ফারুক হোসেন, মোদাচ্ছের আলী, আতাউর রহমান প্রমুখ। মহিলা দলের উদ্যোগে দলিয় কার্যালয়ের অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল।
লুৎফুন্নেছার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সহসভাপতি মেরী ইকবাল, রওনাক জাহান প্রমুখ। তাহেরপুর স্কুল মাঠে আয়োজন করা হয় ইফতার মাহফিলের। এতে সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। হাকোবা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় স্থাণীয় ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল।
এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি সোলায়মান গাজী। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, ফারুক হোসেন, মোনায়েম মোড়ল, জাহাঙ্গীর বিশ্বাস, মিজানুর রহমান, একে আজাদ প্রমুখ।