প্রতিনিধি 23 March 2025 , 4:47:39 প্রিন্ট সংস্করণ
মোহাম্মদ রায়হান
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে ইসলামিক অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুদ্ধ উচ্চারণে কোরআন তেলাওয়াত, মনোমুগ্ধকর ইসলামী সংগীত এবং ইসলামী জ্ঞান অর্জনের উৎসাহ বৃদ্ধি লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শনিবার (২২ মার্চ) দিনব্যাপী গ্র্যান্ড ফিনালে শেষে বিকেলে এক আলোচনা সভার পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ রশিদ আলম,স্বপ্ন কলি শিল্পী গোষ্ঠীর পরিচালক এম ইসমাইল হায়দার,ব্যতিক্রম সাহিত্য সংসদের এর সাবেক পরিচালক এস এম জুবায়ের সহ অন্যান্য গণমাধ্যম ব্যক্তিরা।
সভায় স্বাগত বক্তব্য রাখেন,প্রতিদিনের ঠাকুরগাঁও অনলাইন পেইজের অ্যাডমিন রবিউল এহসান রিপন ও এম এ সামাদ।
আলোচনা সভা শেষে ইসলামিক অলিম্পিয়াডের তিনটি বিভাগের ছয়টি গ্রুপে বিজয়ী ১৮ জন প্রতিযোগীর হাতে, প্রায় এক লাখ দশ হাজার টাকা নগদ, সম্মাননা স্মারক, টি-শার্ট ও চা-সিলিন্ডার উপহার দেওয়া হয়৷
এর আগে গত ১০ মার্চ প্রতিদিনের ঠাকুরগাঁও অনলাইন পেইজের উদ্যোগে,এই প্রতিযোগিতা শুরু হয়। এতে কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত ও ইসলামিক কুইজের ছয়টি গ্রুপে প্রায় ৮০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এই আয়োজনের মাধ্যমে ইসলামী শিক্ষার প্রসার ও তরুণ প্রজন্মকে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করেন আয়োজকরা।