অন্যান্য

পুরুষ না থাকার সুযোগে প্রতিবেশীর ঘরে ডাকাতি

  প্রতিনিধি 25 March 2025 , 6:57:40 প্রিন্ট সংস্করণ

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবেশীদের বিরুদ্ধে একটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সালমা বেগম নামের (৫০) নামের এক নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আইয়ুব আলী ফরাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
আইয়ুব আলীর স্ত্রী সালমা ও পুত্রবধূ মারুফার অভিযোগ করে জানান, রোববার (২৩ মার্চ) রাত ১১টার দিকে তারা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। এ সময় বাড়িতে কোনো পুরুষ লোক ছিল না। পরে প্রতিবেশী একই বাড়ির জাফর হাওলাদার, আবু হাওলাদার, মিজান হাওলাদার, সুমন হাওলাদার, রফিক হাওলাদার ও কাওছার হাওলাদার তাদের ঘরের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে এক লাখ টাকা ও ব্যবহৃত স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় ওই নারীকে মারধর করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। তারা মুখোশ পরিহিত থাকলেও কথাবার্তায় ও চালচালনে ওই নারী তাদের চিনে ফেলেছেন বলে জানান।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ