অন্যান্য

মিয়ানমারে বোমা মেরে উড়িয়ে দেওয়া হলো ক্লিনিক

  প্রতিনিধি 25 March 2025 , 2:55:18 প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক 

মিয়ানমারে জান্তা বাহিনী একটি মেডিকেল ক্লিনিক বোমা মেরে উড়িয়ে দিয়েছে। ম্যাগওয়ে অঞ্চলে সপ্তাহের শুরুতে এ হামলা চালানো হয়। মঙ্গলবার (২৫ মার্চ) দেশটির দৈনিক মায়ানমার নাউ-এর প্রতিবেদনের বরাতে এ তথ্য জানায় আনাদোলু এজেন্সি।

এ হামলায় ক্লিনিকের একজন ডাক্তার এবং তার পরিবারসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। নিহতের মরদেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। সেসব উদ্ধার করার কাজেও কেউ এগিয়ে আসছে না।শনিবার সকাল ৮.৪০ মিনিটে গাঙ্গাও টাউনশিপে এ ঘটনা ঘটে। গাঙ্গাও থেকে প্রায় ৫৭.৯ কিলোমিটার (৩৬ মাইল) উত্তরে অবস্থিত হান্নান খার গ্রামকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
মায়ানমার নাউ-এর তথ্য অনুসারে, গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত ক্লিনিকটি সবেমাত্র খোলা হয়েছিল। প্রত্যক্ষদর্শী একজন ব্যক্তি বলেন, বিস্ফোরণে ক্লিনিকটি থাকা পুরো বাড়িটি ধ্বংস হয়ে যায়। নিহতদের শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। পাশের একটি বাড়িও ছাই হয়ে যায়।এই হামলায় ক্লিনিকের প্রধান ডাক্তার, তার গর্ভবতী স্ত্রী এবং শিশু নিয়ে তিনজনের একটি পরিবার নিঃশেষ হয়ে গেছে। এ ছাড়া একজন বয়স্ক নারী, তার নাতি এবং ক্লিনিকের বেশ কয়েকজন কর্মী নিহত হন।
২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখল করে, যা দেশটিকে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়।
বর্তমানে ৩৫ লাখেরও বেশি নাগরিক বাস্তুচ্যুত এবং জনসংখ্যার অর্ধেক দারিদ্র্যের মধ্যে বাস করে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ