অন্যান্য

সদরপুরে জামায়াতের ইফতার মাহফিলে বিতর্কিত আওয়ামীলীগ নেতা! জনমনে কৌতুহল

  প্রতিনিধি 26 March 2025 , 5:07:30 প্রিন্ট সংস্করণ

 

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ

 

ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত ইফতার মাহফিল মঞ্চে জামায়াত নেতাদের পাশাপাশি কাজী জাফর উল্লাহর ঘনিষ্ঠ সহচর ও বিগত আওয়ামীলীগ শাসনামলে মোস্ট বেনিফিটেড পারসন বহুরূপী ওহাব কাড়ালকে দেখতে পেয়ে আগত উপস্থিত জামায়াত নেতাকর্মীদের মধ্যে বেশ কৌতূহল দেখা দেয়। তারা একে অপরের সাথে কানাঘুষা করে ফ্যাসিস্ট আওয়ামীলীগের এই কর্মী নিজেকে জনরোষ থেকে বাঁচাতে হয়ত জামায়াতের ছায়াতলে সাময়িকভাবে স্থান করে নিতে চাইছে।

 

জানা গেছে, ওহাব কাড়াল সদরপুর জামায়ত সেক্রেটারী আবুবক্করের আপন ভাই। তিনি উপজেলার চর নাসিরপুর ইউনিয়নের সভাপতি।

 

মঙ্গলবার ( ২৫ মার্চ) বিকাল ৫টায় সদরপুর উপজেলা পরিষদ মসজিদ চত্বরে জামায়াতে ইসলামী সদরপুর শাখার আয়োজনে ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।

 

নাম প্রকাশ না করার শর্তে আয়োজকদের জনৈক জামায়াত কর্মী জানান, আমরা বিস্মিত হয়েছি। উনি ( ওহাব কাড়াল) মুজিব কোট পরে জয়বাংলা শ্লোগান বুকে লাগিয়ে চলতেন। বলা নেই কওয়া নেই হঠাৎ করে মঞ্চে এসে বসে পড়েন।

 

ইফতার মাহফিলে উপস্থিত অন্য আরেকজন বলেন, উনি কাজী জাফর উল্লাহর ঘনিষ্ঠ সহচর ছিলেন। ১৭ বছর আওয়ামী রেজিমের অনেক সুবিধা নিয়েছেন এবং অর্থনৈতিক সুবিধা ভোগ করেছেন। বহুল আলোচিত ও বিতর্কিত এই লোক জনদৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিতে এ পথ অবলম্বন করেন বলে মনে হয়।

 

বিল্লাল নামের আরেকজন জানান, জামায়াত এ দায় এড়াতে পারে না। একজন বিতর্কিত লোককে মঞ্চে স্থান দেওয়া তাদের ঠিক হয়নি।এতে জামায়াতের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

 

এ প্রসঙ্গে সদরপুর জামায়াতের আমীর মোঃ দেলোয়ার হোসেন এ প্রতিবেদককে জানান, উনাকে (ওহাব কাড়াল) কে দাওয়াত দেয়া হয়নি। হঠাৎ করে মঞ্চে এসে বসে পড়েন। আমাদের কর্মীরা তাকে নিষেধ করা স্বত্বেও তিনি সৌজন্যতা দেখান নি। এ ঘটনায় আমরা বিব্রতবোধ করছি।

 

 

মোঃ আসাদ খান

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

 

 

 

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ