আন্তর্জাতিক

পঞ্চমবারের মতো ইসরায়েলি বিমানবন্দরে মিসাইল হামলা

  প্রতিনিধি 26 March 2025 , 7:29:43 প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক 

ইয়েমেনের হুথিরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে নতুন করে ক্ষেপণাস্ত্র (মিসাইল) হামলার দাবি করেছে। গত কয়েক দিনের মধ্যে বেন গুরিয়ন বিমানবন্দরে এটি পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা। খবর আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার ইয়েমেনি হুথি গোষ্ঠী জানিয়েছে, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলার কারণে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে তারা মধ্য ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।গোষ্ঠীটি আরও জানিয়েছে, বিমানবন্দরে দুটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যা গত কয়েক দিনের মধ্যে পঞ্চম আক্রমণ। পাশাপাশি তাদের বাহিনী লোহিত সাগরে শত্রু মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এসব হামলার বিস্তারিত কোনো বিবরণ দেওয়া হয়নি।
হুথিদের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। তবে সোমবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।স্থানীয় গণমাধ্যম বলছে ভিন্ন কথা। কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমার ভেতরে গুলি করে ভূপাতিত করা হয়। ইসরায়েলি ভূখণ্ডের ভেতরে ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ার খবর পাওয়া গেছে। এতে কেউ হতাহত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে গাজার পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। গত এক সপ্তাহে ২৭০টিরও বেশি শিশু ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।
সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, এই হামলাগুলো শিশুদের জন্য ‘যুদ্ধ শুরুর পর সবচেয়ে প্রাণঘাতি’ হয়ে উঠেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৫০ হাজার ১৪৪ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৩ হাজার ৭০৪ জন আহত হয়েছে।
গাজার সরকারের মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে, আর হাজার হাজার লোক ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে নিখোঁজ রয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

আরও খবর: আন্তর্জাতিক

মিটফোর্ড হত্যাকাণ্ড: মুসলিম সোহাগকে ‘হিন্দু’ বানালো ইন্ডিয়া টুডে, উদ্দেশ্য কি বিভেদ সৃষ্টি?

ভয়ংকর সময়ের শেষ পৃষ্ঠায় দাঁড়িয়ে আমরা ইমাম মাহদি আসছেন, ইতিহাস লিখতে !

গাযওয়াতুল হিন্দ কি খুব কাছেই? ইরান-ইসরায়েল সংঘাতের আবহে চরম উত্তেজনা, জেগে উঠছে পুরনো ভবিষ্যদ্বাণী

মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়ছে: ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে আজকের শীর্ষ ১০ বিস্ফোরক খবর ‎ ‎➡ সাবধান পৃথিবী, যুদ্ধ শুধু সীমান্তে নয় বিস্তার ঘটছে বিশ্ব কূটনীতির প্রতিটি কোণে!

ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আরেকটি ঝাঁক ছুড়েছে ইরান

ইরানের পাল্টা আঘাতে ভেঙে পড়ছে ‘অভেদ্য’ আয়রন ডোম, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা এখন চ্যালেঞ্জের মুখে