সারাদেশ

কালুখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন।

  প্রতিনিধি 26 March 2025 , 7:35:37 প্রিন্ট সংস্করণ

নাফিজ আহমেদঃ জেলার কালুখালী উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল ২৬ মার্চ সকালে কালুখালী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এর আগে কালুখালী উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা।
এ সময় কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওবাইদুল কবির কুন্নু, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু তালেব, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক নিরব বাবু, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মিঞা, মদাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহান উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন রবিন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ