সারাদেশ

কালুখালী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত

  প্রতিনিধি 26 March 2025 , 7:38:23 প্রিন্ট সংস্করণ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;

নাফিজ আহমেদঃ

যথাযোগ্য সম্মান ও মর্যাদার মধ্যদিয়ে ২৬ মার্চ বুধবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রেসক্লাব মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে। দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগন কালুখালী উপজেলা চত্ত্বরের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরে কালুখালী উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম। সভায় উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইমরান খান,আবু সাঈদ,মেহেদী হাসান,জুয়েল সরদার,নাফিজ আহমেদ,সাহিদা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন। পরে শহীদদের জন্য দোয়া করা হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ