সারাদেশ

পাঁচলাইশে বাসায় চুরি, ১১ লক্ষ টাকাসহ গৃহকর্মী গ্রেপ্তার

  প্রতিনিধি 26 March 2025 , 7:49:42 প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ আয়াজ উদদীন রানা 

নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় এক ব্যবসায়ীর বাসা চুরির ঘটনায় নগদ ১১ লক্ষ টাকাসহ গৃহকর্মী মোছাম্মৎ জান্নাতকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) শুলকবহর ওয়াপদা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালী থানার কাথারিয়া ইউনিয়নের হালিয়া পাড়ায় তার বসতঘরে অভিযান চালিয়ে ১১ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল হোসেন বলেন, গ্রেপ্তার গৃহকর্মী জান্নাত স্বীকার করেছে যে, সে মালিকের বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি করেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। চুরি যাওয়া বাকি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ