সারাদেশ

পেশাজীবীদের নিয়ে মতবিনিময় সাবেক এমপি হারুনুর রশীদের

  প্রতিনিধি 26 March 2025 , 7:56:52 প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত

চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় এবং তাদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে জাতীয়তাবাদী দল, চাঁপাইনবাবগঞ্জ সদর এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পেশাজীবী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদকে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক  প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য  মো. হারুনুর রশীদ।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম হোসেন, জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিল আব্দুল বারেক।

আরও উপস্থিত ছিলেন জেলা ডক্টর অ্যাসোসিয়েশন ড্যাব এর আহ্বায়ক ডা. ময়েজ উদ্দিন, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল ওদুদ, সিনিয়র আইনজীবী সোলায়মান বিশু, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্র দলের সাবেক সভাপতি  মো. সারোয়ার জাহান।

মতবিনিময় শেষে দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন আয়োজক ও আমন্ত্রিত পেশষাজীবী অতিথিরা।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ