জাতীয়

” ঢাকা সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা “

  প্রতিনিধি 26 March 2025 , 8:00:38 প্রিন্ট সংস্করণ

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার 

রাজধানী ঢাকার অদূরে সাভার নবীনগর অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ)সকাল ৫টা ৫০ মিনিটের দিকে রাষ্ট্রপতি এবং ৬টার দিকে প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণ শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর চৌকস একটি দল রাষ্ট্রীয় কায়দায় সালাম জানায়।

এরপর জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা প্রদর্শনী বইতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এছাড়া, এদিন প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর একে একে বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জাতির বীর শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

আরও খবর: জাতীয়

‎রক্তাক্ত জুলাইয়ের মহম্মদপুর: ছাত্রের রক্তে লেখা প্রতিবাদ, ইতিহাসে ‘দৈনিক চেতনায় বাংলাদেশ’ ‎

‎ডিসিবি টেলিভিশন এখন থেকে ‘চ্যানেল থার্টি সিক্স’ স্যাটেলাইট স্বপ্নে ‘দৈনিক চেতনায় বাংলাদেশ’-এর মাল্টিমিডিয়া শাখার নতুন অধ্যায়

যশোরে করোনা আতঙ্কে পণ্যের আগুন মাস্কের বক্সে ১৮০ টাকা বৃদ্ধি, স্যানিটাইজার উধাও!

বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই: দা দিয়ে কুপিয়ে ৫ রাজাকার হত্যা করেছিলেন যিনি

‎সুরের যোদ্ধা জসীম পারভেজ: টানাপোড়েনের মাঝেও যার স্বপ্ন ছুঁতে চায় বিশ্বসংগীতের আকাশ ‎

ঈদের ঘুম নয়, এ যেন নীরব কান্না! কোরবানির উৎসবের দিন যারা ঘুমিয়ে কাটালেন, তাদের গল্পটা কেউ শুনে না