অন্যান্য

মনিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ল দোকানে, আহত ২০

  প্রতিনিধি 27 March 2025 , 9:07:29 প্রিন্ট সংস্করণ

Oplus_131072

 

মনিরামপুর(যশোর) প্রতিনিধি

 

 

যশোরের মনিরামপুরে ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তাতে যাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে যশোর-চুকনগর সড়কের চিনাটোলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ইশতিয়াক ইবনে জামান বলেন, ‘ভোরে ফজরের নামাজ পড়ে চিনাটোলা বাজারে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ যশোরের দিক থেকে আসা সাতক্ষীরাগামী দ্রুতগতির একটি বাস আমাদের পার হয়ে সামনে যেতেই বিকট শব্দ হয়। সামনে তাকিয়ে দেখি বাসটি রাস্তার পূর্ব পাশের পাকা দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। যাত্রীরা চিৎকার-চেঁচামেচি করেছে। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা আসার আগেই আমরা সাত-আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। কয়েকজন যাত্রীর শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে।’

ইশতিয়াক আরও বলেন, ‘ধারণা করছি, চালক ঘুমিয়ে ঘুমিয়ে বাস চালাচ্ছিলেন। বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে দোকানে ঢুকে পড়ে।’

মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ৯ জন যাত্রীসহ স্থানীয় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। ঘটনাস্থলে কারও মৃত্যু ঘটেনি। দোকানের ভেতর থেকে বাস বের করার কাজ চলছে।’

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমানের বরাত দিয়ে হাসপাতালের ওয়ার্ডবয় আশিস বিশ্বাস বলেন, চিনাটোলা বাজারে বাস দুর্ঘটনায় সাতজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে মনিরা খাতুন (২০) ও ইউসুফ আলী (১৯) নামের দুজন ভর্তি আছেন। আর ইয়াসিন (৩৫), আল আমিন (২৬), রেহেনা পারভিন (২৩), লিটন হোসেন (৩০), আব্দুল মান্নান নামে পাঁচজন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী আজকের পত্রিকাকে বলেন, চালক ঘুমিয়ে পড়ায় যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধারের কাজ চলছে।

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ