অন্যান্য

মহেশখালীতে শহীদ তানভীর পরিবারের ব্যবসা প্রতিষ্টানে হামলা, গুড়িয়ে দিয়েছে বীর নিবাস… সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

  প্রতিনিধি 6 October 2024 , 4:24:43 প্রিন্ট সংস্করণ

মহেশখালীতে শহীদ তানভীর পরিবারের ব্যবসা প্রতিষ্টানে হামলা, গুড়িয়ে দিয়েছে বীর নিবাস…  সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

 


মহেশখালীতে শহীদ তানভীর পরিবারের ব্যবসা প্রতিষ্টানে হামলা, গুড়ি


মহেশখালী উপজেলার কালারমারছড়া বাজারে ডাকাতি কালে শহীদ তানবীর ছিদ্দিকীর ভাইয়ের দোকান ও পরিবারের ব্যবসার ওপর হামলা ও ভাংচুর এবং নগদ টাকা লুটপাট করেছে ফকিরজুম পাড়ার একতা সংঘনামে নব্য সন্ত্রাসী জুয়েল বাহিনীর সদস্যরা।

তারা এ সময় ফাঁকা গুলি বর্ষণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। ওখানে তানভীর হত্যার আসামী তারেক, মাস্টার মাইন্ড নোমান বাহিনীর নেতৃত্বে আলাদা মহড়া বসিয়েছেন সন্ত্রাসী রশিদ বাহিনীর রশিদ বলে জানিয়েছেন শহীদ তানভীর ছিদ্দিকীর বড় ভাই মিজানুর রহমান।

৫ অক্টোবর (শনিবার) রাত ১০:৩০ টা থেকে ১ টা পর্যন্ত দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এসময় তারা মোহাম্মদ শাহ ঘোনা শহীদ তানভীরের বীর নিবাসে হামলা করে গুড়িয়ে দিয়েছে।

কালারমারছড়া বাজারের পূর্বপাশে ফকিরজুম পাড়া পাহাড়ে সন্ত্রাসীরা আস্তানা গেড়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শহীদ তানভীর ছিদ্দিকীর পরিবার।

মহেশখালী থানার ওসি কাইছার হামিদ জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।

মহেশখালীতে কর্মরর্ত নৌ বাহিনীর লেফটেন্যান্ট সাইফুজ্জামান বলেছেন তারা ঘটনাস্থলে যাচ্ছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ