অন্যান্য

মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও

  প্রতিনিধি 28 March 2025 , 9:07:18 প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক 

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকালে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৭। খবর এনডিটিভির।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী নেপিদো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত সাগাইং শহরের ১৬ থেকে ১৮ কিলোমিটারের মধ্যে।এই ভূ-কম্পন বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এছাড়া উত্তর ও মধ্য থাইল্যান্ডের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্প আঘাত হেনেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা ভিডিওতে ভবনগুলোকে কাঁপতে এবং আতঙ্কে লোকজনকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা গেছে।
জনপ্রিয় পর্যটন শহর চিয়াং মাইয়ের বাসিন্দা ডুয়াংজাই এএফপিকে বলেছেন, ‘আমি ঘরে ঘুমাচ্ছিলাম এবং তারপর আমি আমার পায়জামা পরে যতদূর সম্ভব ভবন থেকে বেরিয়ে দৌড়ে বেরিয়ে এসেছি। ’
তবে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ