অপরাধ

যশোরের মনিরামপুরে মা-মেয়ের সামনে পিতাকে পিটিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

  প্রতিনিধি 5 April 2025 , 6:45:48 প্রিন্ট সংস্করণ

জেমস আব্দুর রহিম রানা:

যশোরের মনিরামপুরে একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে হাদিউজ্জামান নামে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিটের পর সাড়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলার সময় স্ত্রী ও মেয়ে ঠেকাতে আসলে তাদেরও মারপিট করা হয়। আর এ ঘটনা শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মাছনা নতুন বাজারে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তিনজনকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে শনিবার থানায় অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। জানাযায়, উপজেলার মাছনা গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে ব্যবসায়ী হাদিউজ্জামান শুক্রবার রাত আটটার দিকে বাড়ি থেকে সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে নতুন বাজারের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বাজারের পাশে পৌছলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী তাইজুল ইসলাম তাজু ,সজিব হাসান ও অয়াছেক আলী কথা আছে বলে তাকে এক পাশে নিয়ে যায়। এ সময় সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা তাদের সহযোগী জামশেদ আলী, সিদ্দিকুর রহমান, সোলায়মান হোসেন, সাজু ও ওয়াজেদ আলী হাদিউজ্জামনে ঘিরে ধরে। এক পর্যায়ে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন হাদিউজ্জামান চিৎকার করেন। পাশে বাজারের লোকজন থাকলেও সন্ত্রাসীদের ভয়ে কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি।

 

বাজারের পাশেই হাদিউজ্জামানের বাড়ি হওয়ায় চিৎকার শুনে স্ত্রী ও মেয়ে ঘটনাস্থলে এসে সন্ত্রাসীদের হাত থেকে তাকে উদ্ধারের চেষ্টা করে। হাদিউজ্জামানের স্ত্রী মাসুমা খাতুন ও মেয়ে সানজিদা নাহার জানান, সন্ত্রাসীরা তাদের সামনে হাদিউজ্জামানকে রড দিয়ে বেদম মারপিট করে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়। এসময় ঠেকাতে গেলে সন্ত্রাসীরা মাসুমা ও মেয়ে সানজিদাকে মারপিটে করে। এক পর্যায়ে মাসুমার গহনা ছিনিয়ে নেয়। সন্ত্রাসীরা স্থান ত্যাগের পর লোকজন এসে তাদের তিনজনকে(স্বামী,স্ত্রী ও মেয়ে) উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাদিউজ্জামান অভিযোগ করেন, দিনের বেলায় এরা এলাকায় শ্রমিকের কাজ করলেও রাতে তারা সন্ত্রাসী কর্মকান্ডসহ চুরি ছিনতাই ডাকাতি করে বেড়ায়। মাছনা গ্রামের বাসিন্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল গাজী ঘটনা সত্যতা স্বীকার করে অভিযোগ করেন, ওয়াছেক, সজিব ও তাইজুল ইসলাম তাজুর নেতেৃত্বে সম্প্রতি এলাকায় গড়ে উঠেছে একটি সন্ত্রাসী চক্র। তিনি অভিযোগ করেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারনে এ চক্রের হাতে এলাকার সাধারন মানুষ জিম্মি হয়ে পড়েছে। ফলে এ ধরনের ঘটনা অহরহ ঘটছে। সম্প্রতি তাইজুল ইসলাম তাজু পার্শ্ববর্তী একটি বাড়িতে অনৈতিক কর্মকান্ড করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে। কিন্তু তার সহযোগী সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাজুকে ছাড়িয়ে নিয়ে যায়। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, টাকা ছিনতাইয়ের ঘটনায় হাদিউজ্জামান বাদি হয়ে আট জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ