প্রতিনিধি 6 April 2025 , 10:18:48 প্রিন্ট সংস্করণ
মো সাব্বির আহমেদ
গত ২৮ মার্চ রোজ শুক্রবার টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বোয়ালী গ্রামের সন্তান মো নাজমুল ইসলাম ঐ গ্রামের ইকুরিয়া বাইদয়ের রাস্তার দুই পাশের গজারির বনের মনোরম একটি ছবি ফেসবুকে পোস্ট করেন।
ছবিটি ঐ গ্রামের সিয়াম আহমেদ নজরে আসলে তিনি ছবিটি তার নিজস্ব ফেসবুক পেইজে আপলোড করেন। মুহূর্তে মধ্যেই নেটিজেন দের নজরে আসে ছবিটি। ফেসবুকে চলে তুমুল আলোচনা। ছবিটি বাসাইল-সখিপুর সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় তার পেজে আপলোড করেন। মুহূর্তে মধ্যে দর্শকের নজরে আসে ছবিটি।
৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর কেন্দ্র করে ফেসবুকে দেখা ছবির স্থান দেখতে ইকুরিয়া বাইদ আসেন দর্শকেরা। সবাই ছবি তুলে ফেসবুকে আপলোড করেন। ইকুরিয়া বাইদ কানায় কানায় ভরে উঠে দর্শকে। রাস্তার দুই পাশে সারি সারি গজারির গাছ দেখে তারা মুদ্ধ।প্রকৃতি যেন খেলা করছে এখানে এসে।
কৈউ কৈউ ইকুরিয়া বাইদে পার্ক করার দাবি জানিয়েছেন।
নাজমুল ইসলামের তোলা ছবি থেকেই টাঙ্গাইল সখিপুরের ইকুরিয়া বাইদ আজ ভাইরাল।।