প্রতিনিধি 8 April 2025 , 8:50:25 প্রিন্ট সংস্করণ
মুস্তাক আহম্মেদ (শেরপুর)প্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গনহত্যার প্রতিবাদে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের The World For Gazaকেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নকলা সরকারি হাজী জাল মাহমুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে মুখে কালো কাপড় বেধে অবস্থান কর্মসূচির পালন করেছে।
(৮ এপ্রিল মঙ্গলবার) সকাল ১০ টায় নকলা সরকারি হাজী জাল মাহমুদ কলেজে সামনে কলেজ ছাত্রদলের সদস্য সচিব জালাল উদ্দিন সরকারের নেতৃত্বে এই অবস্থান কর্মসূচির পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান আসাদ এসময় তিনি বলেন ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনী নৃশংস নির্মমভাবে হত্যা করে যাচ্ছে,অবৈধ দখলদার ইসরায়েলি সেনারা গাজা উপত্যকা কে আজ মৃত্যু উপত্যকা বানিয়েছে তিনি আরো বলেন দখলদার ইসরায়েলি বাহিনী পৃথিবীর মানচিত্র থেকে খাজার নাম মুছে ফেলতেই নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে।
তিনি আন্তর্জাতিক বিশ্বকে এই হত্যাকাণ্ড বন্ধের জন্য এগিয়ে আসার আহবান জানান নয়তো বিশ্ব মানবতা বিপন্ন হয়ে উঠবে বলে শঙ্কা প্রকাশ করেন।
এসময় “নারায়ে তাকবীর আল্লাহু আকবার”সহ নানা ইসামিক স্লোগানে মুখরিত হয়ে উঠে অবস্থান কর্মসূচি। বিক্ষোভ সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বয়কটের আহবান জানান নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন নকলা সরকারি হাজী জাল মাহমুদ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ময়িন উদ্দিন,সিয়াম,শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সদস্য দেওয়ান সুনাহার চন্দ্রকোণা কলেজ ছাত্রদল নেতা রাব্বি সরকার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ছাত্রছাত্রীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।