সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেফতার

  প্রতিনিধি 10 April 2025 , 11:35:00 প্রিন্ট সংস্করণ

সানাউল ইসলাম সোহাগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের দুটি পৃথক অভিযানে মাদক মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল ইসলাম ওরফে আরিফ (৩২) এবং চেক ডিজঅনার মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আক্কাশ আলী (৪০) গ্রেপ্তার হয়েছেন।

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের দুটি পৃথক অভিযানে মাদক মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল ইসলাম ওরফে আরিফ (৩২) এবং চেক ডিজঅনার মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আক্কাশ আলী (৪০) গ্রেপ্তার হয়েছেন।

গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে দুই পৃথক অভিযানে ওই দুজন গ্রেপ্তার হন। গ্রেপ্তার আরিফ শিবগঞ্জের সাবেক লাভাঙ্গা গ্রামের আতাউর রহমানের ছেলে এবং গ্রেপ্তার আক্কাশ শিবগঞ্জের মিয়াপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।

আজ বুধবার (৯ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে র‌্যাব-৫ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টা এবং রাত ৮টার দিকে র‌্যাবের দু’টি পৃথক অভিযানে আরিফ ও আক্কাশকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ